নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২০ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চেম্বার কনফারেন্স হলে এ সভা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, সিলেট চেম্বারের সংঘবিধি অনুযায়ী প্রতি পঞ্জিকা বছরে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হলেও চলমান করোনা মহামারীর কারণে সরকারী নিষেধাজ্ঞা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ২০২০ সালের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী টানা কয়েক মাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ীগণ চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্যবসায়ীদের এ দুর্দিনে আমরা সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সিলেটের ব্যবসায়ীদেরকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করতে সরকারের বিভিন্ন পর্যায়ে প্রস্তাবনা ও সুপারিশ প্রেরণ করি। এছাড়াও ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কর ও ভ্যাট বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে মতবিনিময় করেছি, যাতে করোনাকালীণ সময়ে ব্যবসায়ীদেরকে লাইসেন্স গ্রহণ এবং ভ্যাট, ট্যাক্স আদায়ের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি ও জরিমানা না করা হয়। তিনি করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের কল্যাণে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ বর্তমান কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ব্যবসায়ীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর জন্য সভাপতি ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। সদস্যগণ চলমান করোনা পরিস্থিতির মধ্যেও সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সদস্যগণ চেম্বারের সাব কমিটিগুলোকে গতিশীল করার আহবান জানান এবং সদস্যদেরকে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের উদ্যোগ গ্রহণের জন্য চেম্বার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
চেম্বার সভাপতি সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সদস্যদের প্রস্তাবনা ও পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আলোচ্যসূচী অনুযায়ী ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০১৯-২০২০ সালের অডিট রিপোর্ট অনুমোদিত হয় এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, সাবেক সিনিয়র সহসভাপতি মো. হিজকিল গুলজার, সাবেক সহসভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।
বিএ-১৫