ওসমানীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৪, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন



ওসমানীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর (খয়েরপুর) গ্রামের কৃষক আব্দুল লতিফ লজুর শিশুসন্তান নাকিব আহমদ (৮) ও নাছিফা বেগম (৪)। এ ঘটনায় তাদের পরিবারে বইছে শোকের মাতম।

জানা যায়, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শিশু দু'টি কাদা-পানিতে খেলাধুলা করার পর পরিবারের সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে হাত-পা ধুতে যায়। এ সময় অসাবধানতায় তারা পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা ঘরে ফিরে না আসায় পরিবারের সবাই খোঁজ শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে শিশু দু'টির লাশ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।

এক সঙ্গে দুই সন্তান হারানো আব্দুল লতিফ লজু বলেন, 'এ দুই শিশুকে ঘিরেই ছিল আমাদের সব স্বপ্ন। সন্তানদের হারিয়ে তাদের মা বার বার মূর্ছা যাচ্ছেন। আমাদের সাজানো স্বপ্ন তছনছ হয়ে গেছে। আমরা এখন কী নিয়ে বাঁচব?'

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ গেদাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত ১১টার দিকে শিশু দু'টির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।'

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'ঘটনাটি কেউ আমাদের অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।'

 

ইউডি/আরআর-০৩