জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:২৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:২৬ পূর্বাহ্ন



জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। 

শুক্রবার রাত ৮টায় মিছিলটি বের হয়ে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তারা বলেন, ‘যার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে, যিনি এ দেশের গণতন্ত্রের ধারক ও বাহক সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব পরিবর্তনের সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ। এই বীর উত্তম খেতাব দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের সঙ্গে একাকার হয়ে আছে। একটি আরেকটির পরিপূরক। সূতরাং অবৈধ ফ্যাসিস্ট সরকার তার মাফিয়াবাদের দুষ্কর্ম ঢাকতে নতুন করে আরেকটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করেছে। যে সরকারের নির্বাচিত হওয়ার কোনো খেতাব নেই সেই সরকার রাষ্ট্রীয় খেতাব নিয়ে ছিনিমিনি খেলছে।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান। পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, রিনুক আহমদ, জয়নাল আবেদীন, আমির হাসান শামীম, আজিজুল হোসেন আজিজ, দিলাল আহমদ, মোস্তফা কামাল ফরহাদ, সিদ্দেক আলী, আখতার আলী, আবুল কালাম, মখলিছ মিয়া, জালাল উদ্দিন, মনজ দেব, মনোয়ার হোসেন খলিল, লাহিন চৌধুরী, জিএম সুমন, সায়েস্তাউর রহমান সায়েস্তা, সালমান আহমদ নান্টু, মো. আখতার মিয়া, মনিরুজ্জামান মিজান, এনামুল হক জয়, পাপলু আহমদ প্রমুখ। 

বিএ-০৪