দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:১৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:১৯ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সিলেটে বর্তমানে যানজট সমস্যা একটু বেশি। উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকাই যানজটের মূল কারণ। একটি এলাকায় যখন উন্নয়ন কার্যক্রম চলমান থাকে তখন রাস্তাঘাট সংকীর্ণ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। তবে এই সমস্যা সাময়িক, আমরা একটু সচেতন হলে এটা অনেকটা কমে যাবে।’ এ সময় এলাকার সব বাসার মালিক যাতে ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করে থানায় জমা দেন সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো. এহসান চৌধুরী পিপিএম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, অফিসার ইনচার্জ (ওসি) দক্ষিণ সুরমা থানা মনিরুল ইসলাম, থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বিএ-০২