নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:০৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৭:০৩ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা উদ্যাপন করতে সিলেট মহানগর পুলিশের (এএসএমপি) পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার মহানগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে সঙ্গে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১৬ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী সরস্বতী পূজা এবং ১৭ ফেব্রুয়ারি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত ২৯ জানুয়ারি মদন মোহন কলেজে সর্বজনীন মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় পূজা উদযাপন পরিষদ ও ঐক্যপরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষকসহ প্রায় ৭০টি পূজা মÐপের সভাপতি ও সাধারণ-সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পূজা উদযাপনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। গত ৬ ফেব্রয়ারি এসএমপির সদর দপ্তরে মহানগর পুলিশ কমিশনারের সভাপতিত্বে পূজা উদযাপন পরিষদ ও ঐক্যপরিষদের নেতৃবৃন্দদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পূর্বের সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্দেশনাগুলো হলো- পূজামণ্ডপে পূজারি ও দর্শনার্থীবৃন্দ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করবেন। ধর্মীয় আচার মেনে পূজা অনুষ্ঠিত হবে। রান্না করা প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। রাত ৮টার পর দর্শনার্থী উপস্থিতি নিরুৎসাহিত করতে হবে এবং ১০টার মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। পূজা মণ্ডপের ভেতরে সীমিত শব্দে শুধুমাত্র ভক্তিমূলক গান বাজানো যাবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শোভাযাত্রায় অংশ নিতে হবে। শোভাযাত্রা রাত ৮টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্ট, রামকৃষ্ণ মিশন পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, লামাবাজার পয়েন্ট, শেখঘাট পয়েন্ট হয়ে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় বয়স্ক পুরুষ, মহিলা ও শিশুদেরকে আনা যাবে না। কোনো উশৃঙ্খল আচরণ ও ধর্ম-ঐতিহ্য-সংস্কৃতি বিনষ্ট হয় এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। শোভাযাত্রায় সাউন্ড সিস্টেম/মাইক কোনোভাবেই ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে। শ্রী শ্রী সরস্বতী পূজা আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা, প্রতিটি পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটি কর্তৃক পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ এবং পানি সরবরাহ নিশ্চিতকল্পে পূজা কমিটি কর্তৃক পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা, পূজা মণ্ডপে এবং র্যালিতে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোনো বস্তু বহনকে নিরুৎসাহিত করা, মণ্ডপের আশেপাশে কোনো ফেরিওয়ালা, বাদাম, চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোনো হকার, অজ্ঞান পার্টি, মলম পার্টি থেকে সতর্ক থাকা, পূজা মণ্ডপের পাশে এবং র্যালিতে অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা রাখা এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে (০১৭৩০-৩৩৬৬৪৪) যোগাযোগ করা। র্যালিতে জনসাধারণের বিরক্তি উৎপাদনকারী কোনো ধরনের ডিজে, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম এবং মাইক ব্যবহার নিরুৎসাহিত করা হয়। রং ছিটানো বা জনশৃঙ্খলা বিরোধী ও জনগণের জন্য বিরক্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। যে কোনো ধরনের গুজবের বিষয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্য, সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। জরুরি প্রয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০-০৬৯৯৯৮, ০১৩২০-০৬৯৯৯৯, ০৮২১-৭১৬৯৬৮ (২৪ ঘণ্টা খোলা) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
বিএ-০১