সিলেটে সর্বোচ্চ করদাতা হলেন ফাহমিদা সাদিক

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০৫:০২ পূর্বাহ্ন



সিলেটে সর্বোচ্চ করদাতা হলেন ফাহমিদা সাদিক

সিলেট সিটি করপোরেশন ও জেলায় দীর্ঘসময়ের করদাতা, সর্বোচ্চ ও তরুণ করদাতা এবং ট্যাক্সকার্ড প্রাপ্তদের পুরস্কার ও সম্মাননা দিয়েছে কর অঞ্চল সিলেট। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগররে একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতার সম্মননা পেয়েছেন সিলেট সদর উপজেলার খাদিমনগরের ফাহমিদা সাদিক। নারী করদাতা ক্যাটাগরিতে তিনি এই সম্মাননা পেয়েছেন।  

এবার সিলেট সিটি করপোরেশন ও জেলার ১৭ জনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রতিবন্ধী ক্যাটাগরিতে একজন, দীর্ঘমেয়াদি চারজন, সর্বোচ্চ ক্যাটাগরিতে ছয়জন, সর্বোচ্চ তরুণ ক্যাটাগরিতে চারজন এবং নতুন করদাতা ক্যাটাগরিতে দুজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতা ও তাদের স্বজনদের হাতে পুরস্কার তুলে দেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেন, যারা আয়কর দিয়ে শ্রেষ্ঠ হয়েছেন। করদাতারা আপনাদের দেখে উদ্বুদ্ধ হবেন। সহকারী কর কমিশনার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী হুমায়ন আহমদ ও ব্যাংকার ফরিদা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-কর কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) ও উপ-কর কমিশনার মো. হামিদুল হক।

বিএ-২৫