নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন
নগরের ১৭ নম্বর ওয়ার্ডের উত্তরকাজিটুলা এলাকায় তামান্না হত্য মামলার আরও এক আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তামান্না হত্যা মামলার এজাহারর্ভূক্ত প্রধান আসামী আল মামুনের বোন ৩ নম্বর আসামী পারভিন বেগম আদালতে আত্মসপর্মন করে জামিন প্রার্থনা করলে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়।
এসময় বাদী পক্ষের আইনজীবীরা তামান্না হত্যাকান্ডের ঘটনা আদালতের সামনে তুলে ধরলে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেম আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এই মামলার আরেক আসামী পারভীন বেগমের স্বামী এমরান এখনও কারাগারে।
এই মামলায় বাদী পক্ষের আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও পিপি অ্যাডভোকেট মাসুক আহমদ। আসামী পক্ষের আইনজীবীরা হলেন অ্যাডভোকেট জয়া ও এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র।
২০২০ সালের ২৩ নভেম্বর নগরের উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার তালাবদ্ধ একটি কক্ষ থেকে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগ থেকেই তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছন।
২৩ নভেম্বর রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী মো. আল মামুনসহ ৬ জনকে আসামি করা হয়।
বিএ-১৯