মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২১
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২১
০১:২২ পূর্বাহ্ন



মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরের মদিনা মার্কেট এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি। 

রুহুল আমিনের সভাপতিত্বে এবং নজির হোসেন লাহিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, মদিনা মার্কেটের ব্যবসায়ী শিহাবুল হক, দাতা সংগঠনের সাবেক সভাপতি শাহ আলী হাসান রাজ, ব্যবসায়ী খালিক, ব্যবসায়ী মোমিনুল হক, মহানগর যুবলীগ নেতা এমদাদ ইমু, রেজাউল করিম হাসান, নাজমুল হোসেন,আবির হাসান রানা, আকিল আহমেদ, সাদিকুর রহমান সোহাগ, বাপ্পি, সামসুর রহমান সমসু, এস এম সাইদুর রহমান, নাইম আহমদ ও আব্দুল্লাহ চৌধুরী।

বিএ-১৭