সিলেটে টিকা নিলেন প্রায় ৪৫ হাজার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১২, ২০২১
০৬:৫৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
০৮:৫৯ পূর্বাহ্ন



সিলেটে টিকা নিলেন প্রায় ৪৫ হাজার

সিলেটে প্রতিদিন বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা। ভিড় বাড়ছে প্রতিটি টিকাদান কেন্দ্রে। গত পাঁচদিনে সিলেট বিভাগে টিকা নিয়েছেন ৪৪ হাজার ১৯০ জন মানুষ। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার টিকা নিয়েছেন ১৫ হাজার ৭৩৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট জেলায় টিকা নিয়েছেন ১৫ হাজার ৯৬৪ জন, সুনামগঞ্জে ৯ হাজার জন, হবিগঞ্জে ৭ হাজার ৪০২ জন এবং মৌলভীবাজার জেলায় টিকা নিয়েছেন ১১ হাজার ৭২৭ জন। গত ৭ ফেব্রয়ারি থেকে সিলেটসহ সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।

সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলায় ৫ হাজার ৫৪৮ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ৩ হাজার ৫৭৬ জন এবং নারী ১ হাজার ৯৭২ জন। টিকা নিয়েছেন নগরে ৪ হাজার ৭৫ জন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৫০৮ এবং নারী ১ হাজার ৫৬৭ জন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলায় ৪৫ বুথে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে নগরে ১৭টি। এসব কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ, বিভাগীয় পুলিশ হাসপাতালে ২টি বুথ, বিজিবি ক্যাম্পে ২টি অস্থায়ী বুথ এবং র‌্যাব-৯ সদর দপ্তরে ১টি অস্থায়ী বুথ রয়েছে। আর বাকি ১২ উপজেলায় ২টি করে ২৪ টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ৪টি বুথে টিকা দেওয়া হয়। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। 

এদিকে, টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ায় ওসমানী হাসপাতালে টিকাদান বুথের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি সিলেট মিররকে বলেন, ‘শনিবার পর্যন্ত অনলাইন নিবন্ধনের বিষয়টি পর্যবেক্ষণ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুথ বাড়ানো কথা ভাবব। কারণ ওই কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাও কঠিন হয়ে যাচ্ছে। তাছাড়া প্রতিটি বুথে ১০০ জনের টিকা দেওয়ার কথা থাকলেও বর্তমানে ২০০ থেকে ২৫০ জনকে টিকা দেওয়া হচ্ছে।’ সাপ্তাহিক ছুটির দিন হিসেবে শুক্রবার টিকা প্রদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যলয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সুনামগঞ্জে ৩ হাজার ১৫১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৬৩ জন পুরুষ এবং ৯৮৮ জন নারী। হবিগঞ্জে গতকাল ২ হাজার ৮৫৭ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ছিলেন ১ হাজার ৯০৭ জন এবং নারী ছিলেন ৯৫০ জন। বৃহস্পতিবার মৌলভীবাজারে ৪ হাজার ১৮৩ জন টিকা নেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৬১০ জন পুুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী। 

বিএ-০১