ব্যবসায়ীরা দেশের উন্নয়নের চালিকা শক্তি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১২, ২০২১
০৫:৫৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন



ব্যবসায়ীরা দেশের উন্নয়নের চালিকা শক্তি
সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর উদ্বোধন অনুষ্ঠানে চেম্বার সভাপতি

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব বলেছেন, ব্যবসায়ীরা হচ্ছেন দেশের উন্নয়নের চালিকা শক্তি। দেশের অর্থনীতিকে মজবুত করতে ব্যবসার বিকল্প নেই। ব্যবসায়ীরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে নিজের উন্নয়নের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠা লাভ করে। 

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের সেবাহানীঘাট এলাকায় সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর পরিচালক বিশ্বজিৎ চন্দ ও বিপ্লব দে’র পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি চন্দন সাহা, সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ইঞ্জিনিয়ার গওহর লস্কর, সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সহসভাপতি আবু বকর হিরন, সদস্য আপ্যায়ন আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, প্রদীপ পুরকায়স্থ, প্রদীপ রায়, অ্যাডভোকেট বিশ্বজিৎ ঘোষ, অ্যাডভোকেট ভূপেশ রঞ্জন চন্দ, ইবনে সিনা হাসপাতালের কোম্পানী সেক্রেটারী ইয়াছিন খান, বিল্ড এক্সপার্ট ডিজাইন ফার্মের স্থপতি নন্দনাংশু ধ্রুব, ইঞ্জনিয়ার সুচয়ন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার জয়দ্বীপ ঘোষ, এড বিগওয়ে’র পরিচালক সৌমিত্র রায়, কয়লা ব্যবসায়ী শ্যামল রায় প্রমুখ।

শুরুতে প্রধান অতিথি আবু তাহের মোহাম্মদ শোয়েব ফিতা ও কেক কেটে সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর উদ্বোধন করেন। 

বিএ-১৯