বিয়ানীবাজারে একজনের লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ১২, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে একজনের লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে বসতঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নজরুল ইসলামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউল গ্রামে।

বিয়ানীবাজার থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পূর্বে তিন মেয়েকে নিয়ে নজরুলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। তাদের বিবাহবিচ্ছেদ না হলেও স্বামী-স্ত্রীর মধ্যে কোনো যোগাযোগ ছিল না। এমনকি মেয়েরাও তাদের বাবার সঙ্গে যোগাযোগ রাখেনি। ওই পরিবারে নজরুল ছাড়া আর কেউ ছিলেন না। স্ত্রী-সন্তানদের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন নজরুল ক্রমেই হতাশ হয়ে পড়েন। দীর্ঘদিন একা থেকে ক্লান্ত নজরুল অবশেষে আত্মহত্যার পর বেছে নেন। নজরুলের মৃত্যুর খবর পাওয়ার পরও স্ত্রী-কন্যাদের কেউ তার মরদেহ দেখতে আসেননি। এলাকাবাসীর সহায়তায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সম্ভবত এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ/আরআর-০৯