ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে ৩-৪ দিন বয়সী এক নবজাতককে কুড়িয়ে পাওয়া গেছে। উদ্ধার হওয়া শিশুটিকে এসওএস শিশু পল্লীতে হস্তান্তর করা হয়েছে। শিশুটির ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।
জানা যায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের রাস্তায় কান্নারত ৩-৪ দিনের এক ছেলে শিশুকে কুড়িয়ে পান এলাকাবাসী। শিশুর কোনো অভিভাবক না পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলার দয়ামীরস্থ এসওএস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত শিশুটিকে এসওএস শিশু পল্লীতে হস্তান্তর করা হয়েছে। তার নাম রাখা হয়েছে ওসমান নূর। আমি স্বেচ্ছায় তার ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি। বর্তমানে সে সুস্থ আছে।’
ইউডি/আরআর-০৮