রাগীব-রাবেয়া মেডিকেল পরিদর্শনে শাবির পরিদর্শক দল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১২, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন



রাগীব-রাবেয়া মেডিকেল পরিদর্শনে শাবির পরিদর্শক দল

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন শহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শক দল। বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারি) অধ্যাপক ড. এস.এম. সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল হাসপাতালটি পরিদর্শন করেনে। 

পরিদর্শক দলের অন্যান্য সদস্য হলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সের ডীন অধ্যাপক ডা. মো. ময়নুল হক, শাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন।

পরিদর্শক দল জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ। 

পরে পরিদর্শক দল কলেজের সভা কক্ষে কলেজ অধ্যক্ষ প্রদত্ত ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন। এতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

ব্রিফিং সেশনে এই প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, অবকাঠামোগত সুযোগ সুবিধা, মানসম্মত শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবার মান ইত্যাদি বিষয় নিয়ে পরিদর্শক দল প্রসংশা করেন।

বিএ-১১