নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
০৬:৫৯ পূর্বাহ্ন
করোনার গণটিকা প্রদান কর্মসূচির পঞ্চম দিনে সিলেট নগরের সাংবাদিক, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার ৪ হাজারের অধিক নারী-পুরুষ ভ্যাকসিন নিয়েছেন । বৃহস্পতিবার টিকা নিয়েছেন সিলেট বিভাগীয় তথ্য পরিচালক জুলিয়া জেসমিন মিলি, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু ও তার স্ত্রী সালমা পারভীন, ইমজা'র সাধারন সম্পাদক আনিস রহমান, অ্যাডভোকেট রাশিদা সাঈদা লাকী প্রমূখ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তিনি জানান, আজ বৃহস্পতিবার সিলেট নগরে টিকা গ্রহীতার সংখ্যা আগের দিনের তুলনায় আরও বেড়েছে। মহানগরে পঞ্চম দিনে চার কেন্দ্রে ৪ হাজার ৭৫ জন মানুষ করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ২৫০৮ জন আর নারী ১৫৬৭ জন।
জানা গেছে, ১৯৩২ জন পুরুষ ও ১৪৩৫ জন নারীসহ মোট ৩ হাজার ৩৬৭ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন। সিলেটের বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে ৩০০ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে পুরুষ ২১৫ জন ও নারী ৮৫ জন। র্যাব-৯ সিলেটের সদর দপ্তরে টিকা নিয়েছেন ১৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৪৫ জন পুরুষ ও ৩৩ জন নারী। এছাড়া বিজিবি ক্যাম্প সিলেটে ২১৬ পুরুষ ও ১৪ জন নারীসহ মোট ২৩০ জন টিকা নিয়েছেন।
এর আগে গত রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদানের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
বিএ-০৯