কোম্পানীগঞ্জে হুইল চেয়ার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১১, ২০২১
০৯:৫৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
১০:০৭ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে হুইল চেয়ার বিতরণ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলজিএসপি-৩ এর অর্থায়নে ১২ জন প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব নাসির উদ্দিনের পরিচালনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা,  ইউপি সদস্য কামরুজ্জামান, বিল্লাল মিয়া, সুন্দর আলী, আলী হোসেন, মোঃ মুজিবুর রহমান, দুলাল মিয়া দুলা, আজির উদ্দিন তালুকদার, সাংবাদিক সোহরাব আহমদ, কবির আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম, নাজমা খাতুন, নুরুন নাহার। 

এ সময় আরো উপস্থিত ছিলেন অফিস সহকারী সিরাজুল ইসলাম, উদ্যোক্তা সোহেল আহমদ, দফাদার ফারুক আহমদ ফালু প্রমুখ।

এম কে/বি এন-০৫