ফেঞ্চুগঞ্জে ৫ দিনে টিকা নিলেন ৩২৯ জন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১১, ২০২১
০৯:১৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৯:১৬ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে ৫ দিনে টিকা নিলেন ৩২৯ জন

করোনাভাইসের প্রতিষেধক ভ্যাকসিন প্রদান কার্যক্রমের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার  (১১ ফেব্রুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জে টিকা নিয়েছেন ৬৯ জন। 

এ নিয়ে গত ৫ দিনে টিকাগ্রহণ করলেন এ উপজেলার মোট ৩২৯ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রবিবার (৭ ফেব্রুয়ারি) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের প্রথম দিনে টিকা গ্রহনের লোকের তেমন সাড়া পাওয়া যায়নি। সময় যত যাচ্ছে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ছে। আজ পঞ্চম দিনে এসে বেশি সাড়া মিলেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান  জানান, প্রথম ধাপে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৬ হাজার ১শ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। উপজেলার ৩ হাজার ৫০ জনকে এই ডোজ দুইবার করে দেওয়া হবে। এখন পর্যন্ত ৩২৯ জন টিকা নিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। প্রতিদিন টিকা গ্রহনকারী সংখ্যা বাড়ছে বলে ও তিনি জানান।

জে সি/বি এন-৩