যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ১২২ জন

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:২৮ অপরাহ্ন



যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ১২২ জন

যুক্তরাজ্যে নতুন ধরণের করোনা ছড়িয়ে পড়ার মধ্যে ফের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট। এতে সিলেটের ১২২জন যাত্রী ছিলেন। 

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বিমানে মোট  ১৫৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সিলেটের ১২২ জন যাত্রী ছিলেন। বাকি ৩৪ জন ঢাকার যাত্রী। 

এবিষয়ে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সিলেট মিররকে বলেন, সিলেটে আসা ১২২ জন যাত্রীর প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে প্রশাসনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এনএইচ/বিএ-০৮