নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:২৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:২৬ পূর্বাহ্ন
সিলেট বিভাগে বুধবার একদিনে টিকা গ্রহণ করেছেন ১৩ হাজার ৫৪৩ জন। এর আগের তিন দিনে টিকা নিয়েছিলেন ১৪ হাজার ৯০৯ জন। টিকাগ্রহণকারীর সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, তেমনি বাড়ছে টিকাকেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতিও।
সিলেটের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সিলেট জেলায় ৪ হাজার ৭৫৭ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩৩৩ জন এবং নারী ১ হাজার ৪২৪ জন। এর মধ্যে নগরে ২ হাজার ৯৩২ জন টিকা নেন। টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ১ হাজার ৮৫৮ এবং নারী ১ হাজার ৭৪ জন। এদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ টিকাদান কেন্দ্রে ২ হাজার ৬৫১ এবং পুলিশ হাসপাতালে ২৮১ জন।
জেলায় ৪২ বুথে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে নগরে ছিল ১৪টি বুথ। এসব কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ২টি বুথ রয়েছে। আর বাকি ১২ উপজেলায় ২টি করে ২৪টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ৪টি বুথে টিকা দেওয়া হয়। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
এদিকে টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ায় নগরের পুলিশ লাইনস হাসপাতালে নতুন একটি বুথে গতকাল টিকা দেওয়া হয়েছে। এছাড়া আজ বৃহস্পতিবার থেকে র্যাব ও বিজিবি কোয়ার্টারেও বুথ স্থাপন করা হবে বলে জানা যায় সিসিক সূত্রে। হাসপাতালে টিকা গ্রহণকারীদের সংখ্যা বাড়ায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণ বেডের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আগে ৫০টি বেড থাকলেও এখন ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘বুধবার পুলিশ হাসপাতালে ২টি বুথে টিকা প্রদান করা হয়। আর আগামীকাল (আজ) র্যাব কোয়ার্টারে ১টি বা ২টি টিম যাবে এবং বিজিবি কোয়ার্টারে ৩ টি দল যাবে। সেখানেই সংশ্লিষ্টদের টিকা প্রদান করা হবে।’
সিলেট ছাড়াও বিভাগের অন্য তিন জেলায়ও বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সুনামগঞ্জে ২ হাজার ৪৬৫ জন টিকা নেন। এদের মধ্যে ১ হাজার ৭২৭ জন পুরুষ ও ৭৩৮ জন নারী। হবিগঞ্জে বুধবার ২ হাজার ৩১৪ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ছিলেন ১ হাজার ৬৪০ জন এবং ৬৭৪ জন নারী। মৌলভীবাজারে গতকাল ৪ হাজার ৭ জন টিকা নেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৬৬৯ জন পুরুষ এবং ১ হাজার ৩৩৮ জন নারী।
এনএইচ/আরসি-০৭