টিকার নিবন্ধনে নগরে চারটি বুথ স্থাপন

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:১৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:১৮ পূর্বাহ্ন



টিকার নিবন্ধনে নগরে চারটি বুথ স্থাপন

করোনা টিকা নিতে নিবন্ধনের জন্য নগরে আলাদা চারটি নিবন্ধন বুথ চালু করেছে সিলেট সিটি করপোরেশন। এর মধ্যে সিটি করপোরেশন ভবনের অভ্যন্তরে ৩টি অনলাইন রেজিস্ট্রেশন বুথ ও ওসমানী হাসপাতালের অভ্যন্তরে চালু করা হয়েছে একটি ম্যানুয়াল বুথ। এখন থেকে এসব বুথে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন নগরবাসী।

এর আগে গত সোমবার ‘সিলেটে বুথে নিবন্ধনের ব্যবস্থা নেই, জনভোগান্তি’ শিরোনামে সিলেট মিরর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সিসিক সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের অভ্যন্তরে স্থাপন করা বুথগুলোতে অনলাইনে নিবন্ধন করা যাবে। আর ওসমানী মেডিকেল কলেজ অভ্যন্তরে সিসিকের স্থাপন করা বুথে ৪০ ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করে টিকা দিতে পারবেন।

এর আগে টিকা নিতে গিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিবন্ধন বুথ না পেয়ে হতাশ হন অনেকেই। তাদের অনেকেই সরকারের নির্দেশনা মেনে ওসমানী হাসপাতালে নিবন্ধন বুথ চালুর দাবি জানান।

বুথ স্থাপনের বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘নিবন্ধনের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন অভ্যন্তরে স্থাপন করা তিন বুথে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আর ওসমানী হাসপাতালের বুথে ৪০ ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে গিয়ে ফরম পূরণের মাধ্যমে টিকা নিতে পারবেন। এ সময় তাদেরকে ফরমের একটি অংশ দেওয়া হবে এবং আমরা একটি অংশ নেব। আমরা পরবর্তীতে তা নিয়ে আবার অনলাইনে ইনপুট দেব।’ সবাইকে এসব বুথে গিয়ে নিবন্ধন করে করোনার টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, সিলেট জেলায় প্রথম ধাপে ২২ হাজার ৮০০ ভায়াল টিকা সিলেটে এসেছে। এসব ভায়ালে ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা রয়েছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার জন্য দেওয়া হয়েছে ২৮ হাজার ডোজ করোনার টিকা।

জেলায় মোট ১৫৩টি টিকাদান বুথ রয়েছে। এর মধ্যে ২৫টি সিটি করপোরেশনের এবং বাকি ১২৮টি সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে। তবে প্রাথমিক অবস্থায় ১২ উপজেলায় ২টি করে বুথ ও সিটি করপোরেশনে ১৪ টি বুথে এবং সিএমএইচের ৪টি বুথে টিকা দেওয়া হচ্ছে।

এনএইচ/আরসি-০৬