জিন্দাবাজারে ছাদের টিন কেটে দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১১, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন



জিন্দাবাজারে ছাদের টিন কেটে দোকানে চুরি

নগরের জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির বিপরীতে অবস্থিত আলিজান এন্টারপ্রাইজ থেকে নগদ টাকা ও কিছু শো-পিস চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দোকানের ছাদের টিন কেটে এই চুরি সংগঠিত হয়।

দোকানের মালিক সূত্রে জানা যায়, সোমবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর রাত আড়াইটার দিকে এক ব্যক্তি দোকানের ছাদের পিছনের দিকের টিন কেটে দোকান থেকে নগদ ১০ হাজার টাকা আরও ৪ থেকে ৫ হাজার টাকার শো-পিস চুরি করে নিয়ে যায়। এর আগে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর রাতে এই দোকানে চুরি সংগঠিত হয়। সেসময় নগদ টাকা, দোকানে রাখা মোবাইল ফোন, ট্যাব চুরি হয়।

আলিজান দোকানের স্বত্বাধিকারী ফুয়াদ মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘সোমবার রাত সাড়ে আটটার দিকে আমি দোকান বন্ধ করি। পরেরদিন সকালে এসে দেখি দোকানের পিছনের দিকের ছাদের টিন কাটা। পরে দোকানের সিসিটিভি ফুটেজে দেখি রাত ১২ টার পর থেকেই একজন সিসি ক্যামেরা নাড়াচাড়া করছে। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে একজন তালা ভেঙ্গে দোকানে ডুকে দোকানের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়। তখন সিসি ক্যামেরাও বন্ধ হয়ে যায়। তবে সিসিটিভি রেকর্ড ঝাপসা হওয়ায় তার চেহারা চিহ্নিত করা যায়নি। এঘটনায় আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, ‘বাদীর অভিযোগের প্রেক্ষিতে আমরা তা মামলা আকারে গ্রহণ করি। এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।’ 

এনএইচ/বিএ-১৫