শাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম ও রাশেদুল হাসানসহ প্রেসক্লাবের সদস্যরা।
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, শাবিপ্রবিতে শিক্ষকতার সময় আগে যেমন সততা এবং দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করেছি, এখানেও আমি সেভাবেই কাজ করে যেতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জুবায়ের মাহমুদ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এনএইচ/আরআর-০৭