ওসমানীনগরে করোনার টিকা প্রদানে মিলছে না সাড়া

উজ্জ্বল ধর, ওসমানীনগর


ফেব্রুয়ারি ১১, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন



ওসমানীনগরে করোনার টিকা প্রদানে মিলছে না সাড়া

সিলেটের ওসমানীনগরে করোনাভাইরাসের টিকাগ্রহণে জনগণের মাঝে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। গত ৪ দিনে উপজেলার মাত্র ৪৩ জন টিকাগ্রহণ করেছেন। আর অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন ৩৮৮ জন। অপপ্রচারের কারণেও অনেকের মধ্যে টিকাগ্রহণে ভীতি লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, প্রথমধাপে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার জন্য ১৮ হাজার ভ্যাকসিন বরাদ্দ করা হয়। ওসমানীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় দুই উপজেলার ভ্যাকসিনগুলো বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ রাখা হয়েছে। এদিকে টিকাগ্রহণের ১৪টি ক্যাটাগরির মধ্যে আপাতত করোনার সম্মুখসারির যোদ্ধা ও ৪০ বছরের উর্ধ্ব বয়সের ব্যক্তিরা (এই দুই ক্যাটাগরি) নাম তালিকাভুক্তির সুযোগ পাচ্ছেন। কিন্তু প্রচার না থাকায় কোথায় কিভাবে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে সে বিষয়ে সাধারণ মানুষ তেমন ওয়াকিবহাল নন। ফলে টিকাগ্রহণে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে, ওসমানীনগরে টিকা প্রদানের কোনো সেন্টার না থাকায় টিকাগ্রহণে ইচ্ছুককে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। দূরত্বের কারণেও টিকাগ্রহণে অনেকে অনিহা প্রকাশ করেছেন। 

এ প্রসঙ্গে ওসমানীনগরের করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বলেন, 'এ উপজেলায় করোনার টিকা প্রদানের সেন্টার না থাকায় ওসমানীনগরের মানুষকে টিকাগ্রহণে বালাগঞ্জে যেতে হচ্ছে। দূরত্ব ও যাত্রা ভোগান্তির কারণে অনেকেই টিকা নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে টিকা নিয়ে ভয় অমূলক। অনেক পরীক্ষা-নীরিক্ষার পর তা সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ করা হচ্ছে।  

ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, 'টিকাগ্রহণের জন্য উপজেলা পর্যায়ের সকল দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা সরাসরি ওয়েবে ঢুকে অনলাইনে বিনামূল্যে নাম রেজিস্ট্রেশন করানোর পর হার্ড কপি সংগ্রহ করতে হবে। তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা আবশ্যক। নাম রেজিস্ট্রেশনের পর কবে কোথায় টিকাগ্রহণ করতে হবে তা মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো হবে। এছাড়া কেউ যদি নাম রেজিস্ট্রেশন করাতে ব্যর্থ হন, তবে তিনি পরিচয়পত্র সঙ্গে নিয়ে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অন স্পট নাম রেজিস্ট্রেশন করিয়ে টিকা নিতে পারবেন।'

 

ইউডি/আরআর-০৬