নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
করোনার গণটিকা প্রদান কর্মসূচির চতুর্থ দিনে সিলেট নগরের দুই কেন্দ্রে ২ হাজার ৯৩২ জন গ্রহণ করেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তিনি জানান, আজ বুধবার সিলেট নগরে টিকা গ্রহীতার সংখ্যা আগের দিনের তুলনায় আরও বেড়েছে। মহানগরে চতুর্থ দিনে দুই কেন্দ্রে ২ হাজার ৯৩২ জন মানুষ করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। ১৬৬৩ পুরুষ ও ৯৮৮ জন নারীসহ মোট ২ হাজার ৯৩২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন। এছাড়া ২৮১ জন টিকা নিয়েছেন সিলেটের বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে। যাদের মধ্যে পুরুষ ১৯৫ জন ও নারী ৮৬ জন।
বিএ-১১