সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১০, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০৯:৫৭ অপরাহ্ন



সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল করোনা পজিটিভ

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. জাহিদুল ইসলামের করোনা শনাক্ত হয়েছে। এর আগেও একবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি ডা.জাহিদুল ইসলাম নিজেই সিলেট মিররকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তিনি বলেন, 'জ্বর, গায়ে ব্যথা আগে থাকলেও এখন তেমন একটা নেই। শুধু কথা বললে কাশি চলে আসে।'

এসময় দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এম এন/বি এন-০৩