‘হাসিনা ক্ষমতায় থাকায় অসুস্থরা বেশি সহযোগিতা পাচ্ছেন’

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১০, ২০২১
০৬:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০৬:৫২ পূর্বাহ্ন



‘হাসিনা ক্ষমতায় থাকায় অসুস্থরা বেশি সহযোগিতা পাচ্ছেন’

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় গরিব অসহায় ও অসুস্থ মানুষ বেশি সহযোগিতা পাচ্ছেন।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে গরিব-রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ৫ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাজিত সিংহের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, মুক্তিযোদ্ধা শিশু কিশোর কমান্ড সিলেট জেলা শাখার আহ্বায়ক আফিকুর রহমান আফিক, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী প্রমুখ।

চেকপ্রাপ্তরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার রজব আলী, সাদ আলী, রেছমিন সুলতানা লাপি, শেখ তফুর আলী, সাজু আহমদ, আলেয়া বেগম, ছিদ্দেক আলী, সমসাদ মিয়া ও শাহিমা খানম, সদর উপজেলার কামরুন নাহার, গোলাপগঞ্জের হেলাল উদ্দিন, লায়লা বেগম ও গিয়াস উদ্দিন।

আরসি-০১