সাংবাদিক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১০, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন



সাংবাদিক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছবি তুলতে গিয়ে নির্যাতনের শিকার কামাল হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ উন্নয়ন সংস্থা।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ নাসির, সহ-সভাপতি ইউসুফ আলী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার ফিল্ড অফিসার আল আমিন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, নারী উদ্যোক্তা ফার্মিস আক্তার, লেখক কলামিস্ট গোলাম সারোয়ার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ রজত ভূষণ সরকার, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, ছড়াকার ঋষিকেশ রায় শংকর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ফটোসাংবাদিক আনিস মাহমুদ, মোজাম্মেল হক , প্রভাষক মো. মাহবুবুর রউফ নয়ন, তায়েব আহমেদ জয়, শাকিল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ যাদুকাটা নদীর পাহাড় কেটে বালু পাথর উত্তোলন করছে। এতে নদী তীরবর্তী অনেকগুলো গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। অবৈধভাবে পাহাড় কেটে বিপুল অর্থ-বিত্তের মালিক হওয়া এই চক্রটি এখন আর কোন কিছুর তোয়াক্কা করছে না। তাই একজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করার মতো সাহস পাচ্ছে।’ এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে তারা বলেন, ‘এ ঘটনা ঘটিয়ে যদি তারা পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতেও আর কেউ এমন ঘটনার প্রতিবাদ করতে পারবে না। এজন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।’  

মানববন্ধনে বক্তারা একই সঙ্গে যাদুকাটা নদীর পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি তাইফুরের যাদুকাটা নদীতে অবৈধ বা পেপার কেটে বালি উত্তোলনের ছবি তুলতে গিয়ে বালু পাথর কুচক্রের নির্যাতনের শিকার হন দৈনিক সংবাদ-এর তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন। ঘটনার ৮ দিন পর এখন পর্যন্ত এজহারভুক্ত পাঁচ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এএফ/০৩