সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণের তিন বছর পূর্তি ও গৃহবন্দি রাখার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সিলেট স্বেচ্ছাসেবক দল।
সোমবার বিকেলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবি জানান দলটির নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা ও জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, আলী আনসার, মাসুম রাজ্জাক রুমেল, আকবর আলী খান, রফিকুল ইসলাম, তানভীর আহমদ চৌধুরী, খিজির হোসেন এনু, জুনু আহমদ, কামাল আহমদ, দেওয়ান জাকির হোসেন খান, আবু আহমদ আনসারি, মানিকুর রহমান মানিক, দেওয়ান রেজা মজিদ, মাসুদ আহমদ কবির, মোহাম্মদ আলী সুহেল, আজিজুর রহমান আজিজ, মালেক আহমদ, জুনেদ আহমদ, বাহার উদ্দিন, আফসর খান প্রমুখ।
আরসি-০২