নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৫:০৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৫:৫২ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম তাওহীদুল আলম প্রত্যয় (২২)। তিনি নগরের আখালিয়া নতুন বাজার এলাকার স্বপ্নীল ছাত্রাবাসে বসবাস করতেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শাবি শিক্ষার্থী প্রত্যয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পার্শ্ববর্তী কক্ষের শিক্ষার্থীরা পুলিশকে খবর দেন। পুলিশ রাত ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তিনি স্বপ্নীল ছাত্রাবাসের ৬ নম্বর কক্ষে থাকতেন। নিহত প্রত্যয়ের বাড়ি মাগুরা জেলায়।
এবিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন সিলেট মিররকে বলেন, ‘আখালিয়া নয়াবাজার এলাকা থেকে এক শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন নেই।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১০টা ৪৫ মিনিটে তিনিসহ জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।
এনএইচ/বিএ-১৫