নগরে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:৩৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:৩৩ পূর্বাহ্ন



নগরে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরে নানা কৌশলে ছিনতাইয় যুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ ফেব্রুয়ারি) নগরের ভার্থখলা এলাকা থেকে ৪ জন এবং পৃথক অভিযানে সোমবার আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রবিবার বেলা আড়াইটার দিকে সিএনজি অটোরিকশার যাত্রীবেসে কৌশলে অন্য যাত্রীদের কাছ থেকে মোবাইল, টাকা ও স্বর্ণলঙ্কার ছিনতাইয়ের চেষ্টা করে একদল যুবক। খবর পেয়ে ভার্থখলা স্বর্ণালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চাঁনপুর, রামপুর গ্রামের মো. রাজু আহমদ উরফে অকিল (২৪), সুনামগঞ্জ জেলার দিরাই থানার বাশহাটি চৌধুরী পাড়া ভাটিপাড়া গ্রামের মো. শহীদ নূর (৩২), ছাতক জাউয়া বাজার বড়কাপন গ্রামের মো. সুমন আহমদ (২৮) ও দোয়ারাবাজার উপজেলার হরিপদনগর গ্রামের মো. সুয়েল মিয়া উরফে সোহেল (২৭)। তাদের সকলের নগরের বিভিন্ন কলোনীতে বসবাস করে আসছিল।

পুলিশ জানায়, আটকের সময় ছিনতাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা (রেজি নং-সিলেট-থ-১২-৬৬৪৪), আসামিদের দেহ তল্লাশি করে ৩টি আধুনিক চাকু ও ৫টি বিভিন্ন ধরণের মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

এদিকে, আজ সোমবার জকিগঞ্জের তৈমুছ আলী নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার শাহপুরের ইমন আহমদ (২৭) ও বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাঁও এলাকার আরমান ওয়াহিদ আলী (২২)।

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সিএনজি-অটোরিকশাযোগে আম্বরখানা যাওয়ার পথে মদিনা মার্কেট এলাকায় ছিনতাইয়ের শিকার হন তৈমুছ আলী। এ বিষয়ে সোমবার জালালাবাদ থানায় অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান।

বিএ-১২