জনগণকে অন্ধকারে রেখে উন্নয়ন সম্ভব নয় : সাংসদ মোকাব্বির

ওসমানীনগর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন



জনগণকে অন্ধকারে রেখে উন্নয়ন সম্ভব নয় : সাংসদ মোকাব্বির

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন করতে হলে জনগণকে অবশ্যই এর সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। যে উন্নয়ন জনগণের জন্য সুফল বয়ে আনে না তা উন্নয়ন নয়, অর্থের অপচয় মাত্র। সরকার টাকা দিচ্ছে এর অর্থ এই নয় যে অপ্রয়োজনীয় খাত বা জনগুরুত্বহীন প্রকল্প অনুমোদনের মাধ্যমে তা খরচ করতে হবে। সরকারের উন্নয়ন তখনই সফল যখন তা জনকল্যাণে ভূমিকা রাখবে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের ওসমানীনগরের কাগজপুর এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কাগজপুর গ্রামের মো. আলা উদ্দিনের সভাপতিত্বে এবং সুহিন আহমদ ও আখতার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সাকির আহমদ শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান খালেদুর রহমান, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এম জি রাসুল খালেক, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাফিজ গেদাই, প্রবাসী গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান রজব, প্রবাসী আবদুল হান্নান, সুফি মিয়া, মজনু মিয়া প্রমুখ। 

 

ইউডি/আরআর-০২