সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৯, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে নতুন ধরণের করোনা ছড়িয়ে পড়ার মধ্যে ফের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট। ফ্লাইটে থাকা ১৮১ যাত্রীর মধ্যে ১৩৬ জন সিলেটের যাত্রী ছিলেন।
বিমান বাংলাদেশ সিলেট অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বিমানে মোট যাত্রী ছিলেন ১৮১ জন। এর মধ্যে সিলেটের যাত্রী ছিলেন ১৩৬ জন। বাকি ৪৫ জন ঢাকার যাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোট ১৮১ জন যাত্রী লন্ডন থেকে এসেছেন। এর মধ্যে ১৩৬ জন সিলেটের। বাকিদের নিয়ে ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এনএইচ-০২/এএফ-০৩