দ্বিতীয় দিনে টিকা নিতে বুথগুলোতে মানুষের ভিড়

নাবিল হোসেন


ফেব্রুয়ারি ০৮, ২০২১
১০:০৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
১০:০৫ অপরাহ্ন



দ্বিতীয় দিনে টিকা নিতে বুথগুলোতে মানুষের ভিড়

মহামারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি দ্বিতীয়দিনের মতো অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনে টিকা নিতে ইচ্ছুকদের উল্লেখযোগ্য ভিড় ছিল সিলেট এএসজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বুথগুলোতে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ওসমানী হাসপাতালে সরেজমিন ঘুরে দেখা গেছে কেউ টিকা নিচ্ছেন, কেউ টিকা নিতে কিভাবে নিবন্ধন করতে হবে সে বিষয়ে খোঁজ খবর নিতে ভিড় জমাচ্ছেন সেখানে।

টিকা নেওয়ার পর অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘টিকা দিতে এসে কোনো সমস্যায় পড়তে হয়নি। আর টিকা দেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ হাসপাতাল সূত্রে জানা গেছে প্রথম দিনের তুলনায় আজ দ্বিতীয়দিনে টিকা নেওয়া ব্যক্তির সংখ্যাও ছিল বেশি। 

আজ সকাল ৯টা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলসহ জেলার সব টিকাদান কেন্দ্রে  টিকা দেয়া হচ্ছে।

দ্বিতীয়দিনে আজ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, চিকিৎসক, নার্সসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা গ্রহণ করেছেন।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে ওসমানীর ১২টু বুথে ১১০০ এর উপর এবং পুলিশ হাসপাতালে ১৩০ জন টিকা নিয়েছেন। বেলা আড়াইটা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। 

এ বিষয়ে কথা হয় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি সিলেট মিররকে বলেন, ‘বেলা দেড়টা পর্যন্ত ওসমানীর বুথে ১১০০ এর বেশি মানুষ টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর কারোর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।’

 

এএফ/০২