ফেঞ্চুগঞ্জের প্রথম নারী শিক্ষকের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৩:৩৫ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জের প্রথম নারী শিক্ষকের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রথম নারী শিক্ষক ময়মুন্নেছা খাতুন আর নেই। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাসিম আলীর স্ত্রী ময়মুন্নেছা খাতুন ৩ পুত্র ও ১ কন্যাসন্তানের জননী। তার মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

ময়মুন্নেছা খাতুন ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি ১৯৮৫ খ্রিস্টাব্দে এ বিদ্যালয় থেকে অবসরগ্রহণ করেন। তিনি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রথম নারী শিক্ষক।

 

এসএ/আরআর-২০