নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মতো সিলেটেও করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় টিকাদান কার্যক্রম শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম। প্রথম দিনে সিলেট নগরের ৫২৯ জন করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন।
এর মধ্যে ওসমানী হাসপাতালের সকল বুথে মিলে মোট টিকা নিয়েছেন ৪৮৯ জন। এর মধ্যে ৩১৯ জন পুরুষ এবং ১৭০ জন নারী। অন্যদিকে পুলিশলাইন্স হাসপাতালে টিকা নেওয়া ৪০ জনের মধ্যে ৩৬ জন পুরুষ আর ৪ জন নারী।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নম্বর বুথে চারজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
পরে টিকা নেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সিনিয়র সাংবাদিক আল আজাদ।
এছাড়া করোনাযুদ্ধের সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে, নার্স, ডাক্তার, পুলিশ, মেডিক্যাল টেকনোলজিস্ট, পুলিশ, ও অগ্রাধিকার তালিকার নিবন্ধন করা নাগরিকরাসহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি ফুটবলার রঞ্জিত দাস স্বস্ত্রীক টিকা নেন।
সিলেট সিটি কর্পোরেশনের আওতায় করোনার টিকাদানের জন্য স্থাপিত মোট ১৪ টি বুথের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ১২ বুথ ও সিলেট বিভাগীয় পুলিশলাইন্স হাসপাতালে ২ টি বুথ স্থাপণ করে চলে টিকা কার্যক্রম।
বিএ-০৯