শাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)কর্মরত কর্মচারীদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি'র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় কর্মচারী সমিতির অফিসে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল তিনটা পর্যন্ত।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র এসিস্ট্যান্ট মো. সাহাজাহান সিরাজ ও হিসাব দপ্তরের সিনিয়র এসিস্ট্যান্ট মো. আব্দুল গফফার।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এফইটি বিভাগের সিনিয়র ল্যাব সহকারী মো. নাফিছ মিয়া ও সিইপি বিভাগের সিনিয়র ল্যাব সহকারী মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া সহ-সভাপতি পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরি এসিস্ট্যান্ট মো. শফিকুল ইসলাম ও হিসাব দপ্তরের উচ্চমান সহকারী মো. শামীম আহমদ সুমন, সমাজসেবা সম্পাদক পদে প্রকৌশল দপ্তরের সুপারভাইজার মো. আতাউর রহমান ও মেডিকেল সেন্টারের অফিস সহকারী ফয়সাল খান, দপ্তর সম্পাদক পদে রেজিস্ট্রার দপ্তরের উচ্চমান সহকারী জহিরুল ইসলাম, প্রকৌশল দপ্তরের টেলিফোন লাইনম্যান তারেক মিয়া এবং নির্বাহী সদস্য পদে রেজিস্ট্রার দপ্তরের উচ্চমান সহকারী মো. আব্দুর রউফ ও আইআইসিটির উচ্চমান সহকারী রাকেশ চন্দ্র দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহসাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের উচ্চমান সহকারী মো. জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের অফিস সহকারী আরিফ আলী, সাংগঠনিক সম্পাদক পদে জিইই বিভাগের ল্যাব সহকারী মো. মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে এফইএস বিভাগের ল্যাব সহকারী মো. দিলোয়ার হোসাইন, শিক্ষা-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সিএসই বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামান এবং তথ্য ও প্রচার সম্পাদক পদে উপাচার্য দপ্তরের অফিস সহকারী মো. আসাদুজ্জামান নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন উপ রেজিস্ট্রার আতাউর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী রেজিস্ট্রার রাজীব সী ও প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাদাত হোসেন চৌধুরী শিশির।
এইচ এন/বি এন-০৪