বন্দরবাজারে ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন



বন্দরবাজারে ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুই

নগরের বন্দরবাজারে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পুলিশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জের মধ্যম ঢালাপাড় এলাকার মো. জিয়াউর রহমান (২১) ও দক্ষিণ ঢালারপাড় এলাকার মো. নুরুজ্জামান (২০)। কুদরত উল্লাহ মার্কেটের সামন থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল জব্দ করার কথা জানিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিএ-০৮