চৌহাট্টায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন



চৌহাট্টায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেট নগরের চৌহাট্টায় ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিপন গোয়ারিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রিপন চৌকিদেখী মালনীছড়া চা বাগান এলাকার লাবন্য গোয়ারিয়ার ছেলে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তাকে চৌহাট্টার সিংহ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, শিশু নির্যাতনের অভিযোগে রিপন গোয়ারিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ কাজের সঙ্গে যে বা যারা জড়িত থাকবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটিকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রিপনকে রবিবার (৭ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। 

সূত্র জানায়, চৌহাট্টার সিংহবাড়িতে বুয়ার কাজ করতে আসেন জল্লারপার এলাকার এক নারী। তার সঙ্গে প্রথম শ্রেণীর ওই ছাত্রীও আসতেন। সিংহবাড়িতে রিপনও কাজ করতেন। দীর্ঘদিন ধরে শিশুটির মায়ের আড়ালে চকলেটের লোভ দেখিয়ে শিশুটির উপর যৌন নিপিড়ন চালাতেন রিপন। শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি আচমকা চিৎকার করলে শিশুটির মা এবং আশপাশের লোকজন এগিয়ে এসে রিপনের কবল থেকে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে ওসি এস এম আবু ফরহাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিপনকে আটক করেন। 

বিএ-১৪