ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে ৬ হাজার ১০০ ডোজ করোনার ভ্যাকসিন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৩:৩৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে ৬ হাজার ১০০ ডোজ করোনার ভ্যাকসিন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রথম ধাপে এসেছে ৬ হাজার ১০০ ডোজ করোনার ভ্যাকসিন। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্রফোর্ড – অ্যাস্টোজেনেকার এ করোনার ভ্যাকসিন প্রদানের জন্য প্রস্তুতি নিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সিভিল সার্জনের কার্যালয় থেকে সংগ্রহ এসব ভ্যাকসিন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরবর্তীতে সুরক্ষা আ্যপে নিবন্ধনের মাধ্যমে অগ্রাধিকার ভিওিতে এসব ভ্যাকসিন প্রদান করা হবে।

আজ রবিবারে সকালে ফেঞ্চুগঞ্জে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেটে-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এর আগে ভ্যাকসিন প্রদানের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও তাদের মধ্যে টিকাদান কার্যক্রম সম্পাদন করা হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ৬ হাজার ১০০ ডোজ করোনার ভ্যাকসিন শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। আগামীকাল রবিবার থেকে এসব প্রদান করা হবে। ভ্যাকসিন নেওয়ার আগে অবশ্যই প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে।

 

এসএ/আরআর-১৫