কাষ্টঘর থেকে ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন



কাষ্টঘর থেকে ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনিতে অবিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ওই নারীর কাছ থেকে ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া রাধা (৩৫) কাষ্টঘর সুইপার কলোনির কালা খানের স্ত্রী। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

বিএ-১২