ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়।
জানা যায়, সাদিপুরের পূর্ব তাজপুর ও সৈয়দপুর গ্রামবাসীকে বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মিটার খাল খননের কাজ শুরু হয়। কিন্তু সৈয়দপুর এলাকায় খননকাজের সময় দখলদারের বাধার মুখে গত ৩০ জানুয়ারি কাজ বন্ধ হয়ে যায়। কাজ বন্ধ থাকার খবর পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সরকারি জায়গা চিহ্নিত করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু দখলদার সরকারি জায়গায় স্থাপিত সীমানা প্রাচীর ভেঙে না দেওয়ায় আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আব্দুর রবের বাড়ির ৩৫ ফুট সীমানা প্রাচীর ভাঙার কাজ শুরু হয়। এ সময় অন্য দখলকারীরা সরকারি ভূমি থেকে নিজেদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী বলেন, সরকারি জায়গা চিহ্নিত করার পর অবৈধ সীমানা প্রাচীর ভেঙে না দেওয়ার কারণে প্রায় এক সপ্তাহ কাজ বন্ধ ছিল। আজ (শনিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সীমানা প্রাচীর ভাঙার নির্দেশ দিলে আমরা তা অপসারণের কাজ শুরু করি।
ইউডি/আরআর-১২