সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:২০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
১১:২২ অপরাহ্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শেখ আশরাফুল আলম নাসির সভাপতি ও আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান আতা, তকুল রানা, আফতাব উদ্দিন, আব্দুল বাতিন ফয়সাল ও মামুন হাসানের সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে সদস্যদের প্রত্যেক্ষ ভোটে শেখ আশরাফুল আলম নাসির সভাপতি, আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক এবং শাহিন আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, কার্যকরী সদস্য মামুন হাসান, শংকর দাস, আব্দুল বাতিন ফয়সাল, মাহমুদ হোসেন, আনিস মাহমুদ, সুব্রত দাস।
আরসি-০৮