নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৫:২৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
১১:৪২ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে রেলের তেলবাহী বগি লাইনচ্যুতির ঘটনার প্রায় ৩০ ঘন্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কালনী এক্সপ্রেস ট্রেন। আর এর মধ্যে দিয়ে প্রায় ৩০ ঘন্টা পর ফের দেশের সঙ্গে সিলেটের রেল চলাচল শুরু হয়।
এর আগে দুর্ঘটনাস্থল থেকে লাইনচ্যুত বগি সরানোর পর রাত তিনটার দিকে ক্ষতিগ্রস্থ রেল লাইন মেরামতের কাজও শেষ হয়। এরপর ‘টেস্ট রান' শেষে ফিরে আসে উদ্ধারকারী দল।
রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের গুতিগাঁও এলাকায় দুর্ঘটনায় পড়ে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি। এ সময় ট্রেনের সাতটি তেলবাহী বগি লাইনচ্যুত হয়। দুমড়ে-মুচড়ে যায় রেললাইন ও ট্যাংকার। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়।
রাত থেকেই উদ্ধার কাজ শুরু হলেও শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্যাংকারগুলো উদ্ধার শুরু করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজও শুরু হয়।
এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিএ-০১