নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৯:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
১০:০৩ পূর্বাহ্ন
দীর্ঘ ২৭ঘন্টা পরও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
শুক্রবার দিবাগত রাত ৩টায় এ প্রতিবেদন লেখার আগে এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে রেলের একাধিক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ কল রিসিভ করেননি।
সিলেট মিরর এর পক্ষ থেকে দুর্ঘটনাস্থল ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, রাত তিনটা অবধি স্বাভাবিক হয়নি রেল চলাচল।
এর আগে রাত সাড়ে ১২ টায় মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন সিলেট মিররকে জানিয়েছিলেন রাত আড়াইটা নাগাদ সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হতে পারে।
উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে গতকাল শুক্রবার রাত ১২ টায় তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরসি-০৬