নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৭:০৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৭:০৯ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. খাইরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারকাজ শেষ হলেই তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১২ টায় এই দুর্ঘটনা ঘটে। এসময় সিলেটগামী ওই ট্রেনটির ৮টি বগির মধ্যে ৭টি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে খালে পড়ে যায়। এতে করে সিলেট থেকে ঢাকাগামি উদয়ন ট্রেনটি আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি থেকে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকায় বিরাজ করছে অগ্নিকাণ্ডের আতঙ্ক। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড ঠেকাতে ও মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
বিএ-০৬