‘সঠিক চিকিৎসায় ক্যান্সার ভালো হয়’

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৭:০৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৭:০৮ পূর্বাহ্ন



‘সঠিক চিকিৎসায় ক্যান্সার ভালো হয়’
আলোচনা সভায় ডা. মোর্শেদ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেছেন, ‘ক্যান্সার আক্রান্ত হওয়া মানেই সব শেষ হওয়া নয়। দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসায় ক্যান্সার রোগ ভালো হয়। তবে আক্রান্তদের মনোবল হারালে চলবে না।’

তিনি গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ নর্থইস্ট ক্যান্সার হাসপাতাল প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নর্থইস্ট মেডিকেল-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নর্থইস্ট মেডিকেল-এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ ডা. মো. মনোজ্জির আলী, অনকোলজি বিভাগের প্রধান ডা. মো. মুখলেছ উদ্দিন, নর্থইস্ট মেডিকেলের পরিচালক ডা. মো. নাজমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাব্বির হোসেন এবং কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তনুশ্রী সরকার।

আলোচনা সভায় ডা. মোর্শেদ ক্যান্সারের জন্য সিগারেট ও তামাকজাত পণ্যকে দায়ী করে এগুলো বর্জনের পরামর্শ দেন। একইসঙ্গে তিনি ক্ষতিকর এসব পণ্যের উৎপাদন বন্ধ করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ডা. মোর্শেদ বলেন, ‘সিলেটের নর্থইস্ট ক্যান্সার হাসপাতালে উন্নতমানের চিকিৎসায় রোগীরা সুষ্ঠু জীবন যাপন করছেন। রোগীরা হাসপাতালটিতে উন্নত ও সঠিক চিকিৎসা পেয়েছেন। ফলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন।’

আলোচকেরা বলেন, ‘জনসচেতনতার অভাবেই ক্যান্সারের প্রকোপ বাড়ছে। সিলেটে আক্রান্ত রোগীদের মধ্যে অর্ধেক রোগী মুখ ও গলার ক্যান্সারে আক্রান্ত (হেড-নেক)। যার মূল কারণ তামাকজাত পণ্য সেবন। সুষ্ঠুভাবে বেঁচে থাকতে আমাদের এসব পণ্য বর্জন করতে হবে।’

সভায় বক্তারা জানান, নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় উন্নতমানের অত্যাধুনিক যন্ত্র ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি ব্রেইন টিউমার চিকিৎসার জন্য আরও একটি অত্যাধুনিক যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সিলেটে ক্যান্সার চিকিৎসায় আরও ব্যাপক সেবা মিলবে।

ক্যান্সার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত সংস্থা গ্লোবোক্যানের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৫৬ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। বছরে ক্যান্সারে মারা যায় ১ লাখ ৯ হাজার মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে যত মানুষ মারা যান তার ৬৭ শতাংশ ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত।

সভায় আরও বক্তব্য দেন, নর্থ ইস্ট মেডিকেলের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মৃনাল কান্তি দাস, আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল বড় ভূইয়া, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ ইলোরা, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাজেদুর রহমান।

সভায় হাসপাতালে ক্যান্সার চিকিৎসা গ্রহীতাদের মধ্যে স্বাপ্না বেগম ও ফজলুর রহমান অভিজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন, মেডিকেলের অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তৈমুর হোসেন তালুকদার।

অনুষ্ঠানে তথ্যচিত্র উপস্থাপন করেন, অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ পাটুয়ারী, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. এস এ আমে ইমরান হোসেন। কোরআন তেলাওয়াত করেন মেডিকেল কলেজের খতিব ও ইমাম হাফেজ মৌলানা মো. মামুনুর রশিদ চৌধুরী।

আরসি-০১