ছড়াশিল্পী জয়নাল আবেদীন জুয়েলের মাতৃবিয়োগ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন



ছড়াশিল্পী জয়নাল আবেদীন জুয়েলের মাতৃবিয়োগ

বিশিষ্ট ছড়াশিল্পী, ছড়া পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জুয়েলের মা সরফুল আরা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৭ মিনিটে তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব খাদিম নগরস্থ কল্লগ্রাম জামে মসজিদে তাঁর জানাজার নামাজ শেষে মানিকপীরের টিলায় দাফন সম্পন্ন হয়েছে।

ছড়াশিল্পী জয়নাল আবেদিন জুয়েলের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ছড়া পরিষদ সিলেটের সভাপতি মো. মুজিবুর রহমান শাহীন।

এক শোকবার্তায় তিনি বিদেহী আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরসি-১৭