যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ১৪৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৫, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন



যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ১৪৫ যাত্রী

যুক্তরাজ্যে নতুন ধরণের করোনা ছড়িয়ে পড়ার মধ্যে ফের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট।  ফ্লাইটে থাকা ১৮৫ যাত্রীর মধ্যে ১৪৫ জন সিলেটের যাত্রী ছিলেন। 

বিমান বাংলাদেশ সিলেট অফিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বিমানে মোট যাত্রী ছিলেন ১৮৫ জন। এর মধ্যে সিলেটের যাত্রী ছিলেন ১৪৫ জন। বাকি ৪০ জন ঢাকার যাত্রী। 

এবিষয়ে ওসমানী বিমানবন্দরের মেডিকেল টিমের প্রধান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনির বলেন, 'বিমানবন্দরের সিলেটের ১৪৫ জন যাত্রী নামার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে  কোয়ারেন্টিন পালনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।' এদিকে সিলেটে নামা অতিরিক্ত দুইজন ইনফ্যান্ট (শিশু) থাকতে পারেন বলে বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে।

 

এনএইচ-০১/এএফ-০২