নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৬:২২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৬:২২ অপরাহ্ন
অবশেষে পূর্ণাঙ্গ হলো সিলেট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬৬ সদস্যের মহানগর কমিটি অনুমোদন প্রদান করা হয়।
এরআগে ২০১৮ সালের ১৩ জুন সুদীপ জ্যোতি এষকে সভাপতি ও ফজলে রাব্বি আহসানকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়। এর প্রায় আড়াই বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।
ছাত্রদল সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলদের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হয়। ২২ অক্টোবর রাতে কমিটির খসড়া তালিকা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওছারের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীলরা।
সেই খসড়া কমিটি জমা দেয়ার তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় কমিটি।
বিএ-০৩