পল্লিচিকিৎসকের মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৫:৪৭ অপরাহ্ন



পল্লিচিকিৎসকের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেট নগরের বন্দরবাজারস্থ লালবাজার মোহাম্মদিয়া আবাসিক হোটেলের পাশ থেকে পল্লিচিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহতের বোন মোছা. মীনা বেগম (৩৮) অজ্ঞাতদের আসামি করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকাল পৌনে ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। লাশ উদ্ধারের পর এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও পিবিআইর বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রথমে লাশের পরিচয় জানা যায়নি। পরে জানা যায়, মো. রেজাউল করিম হায়াত (৪৮) নামের ওই ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র। তিনি পেশায় পল্লিচিকিৎসক।

পুলিশ আরও জানায়, লাশের বাম কানের নিচে ও ডান চোখে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

বিএ-০১