নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৫:০৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০৫:০৯ পূর্বাহ্ন
সিলেট নগরে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরের লালবাজারস্থ হোটেল আল মিনার থেকে তাদেরকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটককৃতরা হলেন- বিয়ানীবাজারের সানেশ্বরের বিবেকানন্দ দাস বিবেক (৫২), দক্ষিণ সুনামগঞ্জের জুঙ্গরিয়ার মনির আলম (৩৫), সুনামগঞ্জ সদরের টুক দিরাই গ্রামের মো. তাহিদুল হক (২৮), দক্ষিণ সুনামগঞ্জের মোকারগাঁও এর আঙ্গুর মিয়া (৩১)।
আটক দুই নারীর পরিচয় গোপন রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিএ-১৪